ব্রাহ্মণবাড়িয়ায় সমর্থকদের সংঘর্ষ, দুই মেম্বারপ্রার্থী আটক
কেন্দ্রে প্রভাব বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ
ব্রাহ্মণবাড়িয়ায় সমর্থকদের সংঘর্ষের ঘটনায় দুই মেম্বারপ্রার্থীকে আটক করেছে পুলিশ। এসময় আহত হয়েছেন অন্তত ১০ জন।
বুধবার (৫ জানুয়ারি) দুপুর ১২টার দিকে সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের দতাইসার এলাকায় এ ঘটনা ঘাটে।
আটকরা হলেন- বাবুল ভূঁইয়া ও শাহীন মিয়া। দুই প্রার্থী দতাইসার গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, কেন্দ্রে প্রভাব খাটানোর অভিযোগে দুই প্রার্থীর সমর্থকদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। এ অভিযোগে বাবুল ভূঁইয়া ও শাহীন মিয়াকে আটক করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত এলাকার পরিস্থিতি স্বাভাবিক আছে।
কেন্দ্রে দায়িত্বরত ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মো. মোশারফ হোসেন জানান, ‘দুই মেম্বারপ্রার্থী কেন্দ্রে প্রভাব বিস্তারের চেষ্টা করেন। তাদেরকে আটক করে রাখা হয়েছে।’
আবুল হাসনাত মো. রাফি/আরএইচ/এএসএম