জালভোট দিতে গিয়ে শ্রীঘরে যুবক
দণ্ডপ্রাপ্ত নাঈম মোল্লা
ব্রাহ্মণবাড়িয়ায় জালভোট দিতে গিয়ে নাঈম মোল্লা (১৯) নামের এক যুবককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৫ জানুয়ারি) বেলা ৩টার দিকে সদর উপজেলার বুধল ইউনিয়নের সুতিয়ারা এলাকার একটি ভোট কেন্দ্র থেকে তাকে আটক করা হয়।
দণ্ডপ্রাপ্ত নাঈম মোল্লা ওই এলাকার সোলেমান মিয়ার ছেলে।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজ কুমার বিশ্বাস জানান, দুপুরে সুতিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে আরেকজনের ভোট দিতে গেলে এক তরুণকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে তাকে ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
আবুল হাসনাত মো. রাফি/আরএইচ/এএসএম