সমান ভোট পেলেন দুই মেম্বার প্রার্থী
পঞ্চম দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে মাদারীপুরের শিবচরের ২ ইউনিয়নে ফলাফল ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফলাফলে দেখা যায় উপজেলার বন্দরখোলা ইউনিয়নে ৬নং ওয়ার্ডের আছিম বেপারিরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই মেম্বার প্রার্থী সমান সংখ্যক ভোট পেয়েছেন।
ইউপি সদস্য পদে মো. আতাউর রহমান তালা প্রতীক নিয়ে ৪৫৮ ভোট পেয়েছেন। একই সংখ্যক ভোট পেয়েছেন মোরগ মার্কা নিয়ে মো. মনির হোসেন।
বুধবার রাতে উপজেলা ইলিয়াস আহমেদ চৌধুরী অডিটরিয়ামে ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাকসুদুর রহমান।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, উপজেলা নির্বাচন কর্মকর্তা হারুন-অর রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা হারুন-অর রশিদ বলেন, ইউপি সদস্য পদে এরা দুজন সমান ভোট পাওয়ায় ওই ওয়ার্ডে পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হবে। শিগগিরই সিডিউল ঘোষণা করা হবে।
নাসিরুল হক/এফএ/এএসএম