ঈশ্বরদীতে ট্রাকচাপায় মা-ছেলের মৃত্যু
পাবনার ঈশ্বরদিতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় পিষ্ঠ হয়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৬ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে ঈশ্বরদী-পাবনা মহাসড়কের দাশুড়িয়া ইউনিয়নের কালিকাপুর বাজারে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের ইসলামগাঁতি গ্রামের মৃত নাজিম উদ্দিনের স্ত্রী মমতাজ বেগম (৭২) এবং তার ছেলে মাহাতাব উদ্দিন (৩৭)।
পাকশী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল বাশার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মাহাতাব উদ্দিন তার মাকে মোটরসাইকেলে নিয়ে ঈশ্বরদী দাশুড়িয়া থেকে পাবনার দিকে যাচ্ছিলেন। কালিকাপুর বাজারে পৌঁছার পর মাহাতাব উদ্দিন তার মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে মোটরসাইকেলটি রাস্তায় উল্টে গেলে মা- ছেলে ছিটকে পড়েন। এসময় পেছনে থাকা ট্রাকচাপায় মা-ছেলে পিষ্ঠ হলে ঘটনাস্থলেই মা মমতাজ বেগম মারা যান। মাহতাবকে মুমূর্ষু অবস্থায় পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
ওসি রেজাউল বাশার আরও জানান, চালক ট্রাকটি নিয়ে পালিয়ে গেছে। এ ঘটনায় মামলা হয়েছে। তবে নিহতদের স্বজনরা কোন অভিযোগ না করায় মরদেহ হস্তান্তর করা হয়েছে।
আমিন ইসলাম জুয়েল/এএইচ/জিকেএস