দুর্গাপুরে ৩২ বছর পর নৌকার জয়

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজশাহী
প্রকাশিত: ০৯:৫১ পিএম, ০৬ জানুয়ারি ২০২২
নৌকার প্রার্থীকে ফুল দিয়ে বরণ করছেন সমর্থকরা

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে দীর্ঘ ৩২ বছর পর রাজশাহীর দুর্গাপুর উপজেলার মাড়িয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী জাহাঙ্গীর আলম সম্রাট।

এর আগে টানা চারবার নির্বাচনে জয়ী হয়ে ৩২ বছর ধরে ওই ইউনিয়নের চেয়ারম্যানের পদটি দখলে ছিল বিএনপি প্রার্থী হাসান ফারুক ইমাম সুমনের।

নির্বাচনে নৌকার প্রার্থী জাহাঙ্গীর আলম সম্রাট পাঁচ হাজার ৮৭৮ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী হাসান ফারুক ইমাম সুমন আনারস প্রতীকে পেয়েছেন পাঁচ হাজার ২৩৬ ভোট।

এবার ইউপি নির্বাচনে বিএনপি অংশ না নেওয়ায় স্বতন্ত্রপ্রার্থী হিসেবে আনারস প্রতীক নিয়ে অংশ নিয়েছিলেন সুমন।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এ ইউনিয়নে বিএনপি ও জাতীয় পার্টি থেকে চেয়ারম্যান হয়েছেন। তাদের সময়ে ইউনিয়নের রাস্তাঘাটের কোনো উন্নয়ন হয়নি। এবার নৌকার প্রার্থীর জয় হওয়ার কারণে কাঙ্ক্ষিত উন্নয়ন অর্জন হবে।

এ বিষয়ে নব নির্বাচিত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সম্রাট বলেন, ‘এ এলাকায় বিএনপির একচ্ছত্র আধিপত্যের কারণে এলাকায় উন্নয়ন হয়নি। জনগণ বিষয়টি বুঝতে পেরে দীর্ঘদিন পর আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। এলাকার জনগণের সুখে দুঃখে সব সময় পাশে থাকবো।

ফয়সাল আহমেদ/আরএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।