মাদারীপুরে ৭ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে আটক ১
মাদারীপুর শহরের বাদামতলা এলাকায় ৭ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গৌতম সাহা (৪৮) নামে এক নৈশপ্রহরীকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। ঘটনার পর ভুক্তভোগী শিশুকে জেলার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) দুপুরে বাদামতলা এলাকার যাত্রাবাড়ি মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, শহরের বাদামতলা এলাকায় যাত্রাবাড়ি মাঠে পরিবার নিয়ে ভাড়া থাকেন নৈশপ্রহরী গৌতম সাহা ও একজন কলা বিক্রেতা। দুপুরে বাড়ি ফাঁকা থাকায় ওই কলা বিক্রেতার মেয়েকে একা পেয়ে একটি খালি ঘরে ডেকে নিয়ে যান গৌতম। কিছুক্ষণ পর পাশের বাড়ির ভাড়াটিয়া সুমি আক্তার বিষয়টি টের পেলে দৌড়ে দরজা দিয়ে পালিয়ে যান গৌতম। সুমি আক্তার ঘরে ঢুকে অসুস্থ অবস্থায় দেখতে পান শিশুটিকে। পরে উদ্ধার করে তাকে হাসপাতালে নেওয়া হয়।
এ ঘটনার পর পালিয়ে যান গৌতম। পরে শহরের বিসিক এলাকা থেকে খুঁজে বের করে গৌতকে পুলিশে দেন স্থানীয়রা।
ভুক্তভোগী শিশুটির বাবা বলেন, ‘আমি ব্যবসার কাজে বাহিরে ছিলাম, আমার স্ত্রী রান্নার কাজে ব্যস্ত ছিল। এ সুযোগে আমার মেয়েকে একা পেয়ে গৌতম সাহা ধর্ষণ করে। আমি এর বিচার চাই।’
সুমি আক্তার বলেন, ‘প্রথমে ঘটনা আমি দেখি। আমি দেখে ফেলায় আমাকে দেখে গৌতম ঘর থেকে বেরিয়ে পালিয়ে যায়। পরে আমি ঐ ঘরে গিয়ে দেখি শিশুটি অসুস্থ অবস্থায় কাতরাচ্ছে, তার পরনের প্যান্ট রক্তে ভেজা। আমরা এর বিচার চাই।’
সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মনিরুজ্জামান পাভেল বলেন, ‘শিশুটির আলামত সংগ্রহ করা হয়েছে, তবে এটা ধর্ষণ কি না সেটি রিপোর্ট পেলে জানা যাবে।’
মাদারীপুর সদর মডেল থানার ওসি কামরুল ইসলাম মিঞা জানান, ‘এ ঘটনায় আমরা একজনকে আটক করেছি। আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।’
একে এম নাসিরুল হক/এমএইচআর