ওয়াজ থেকে ফেরার পথে ট্রাকের ধাক্কায় স্কুলশিক্ষক নিহত

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক কালীগঞ্জ (গাজীপুর)
প্রকাশিত: ১০:৫২ এএম, ০৭ জানুয়ারি ২০২২
নিহত মোহাম্মদ আবদুল্লাহ

গাজীপুরের কালীগঞ্জে আলু ভর্তি ট্রাকের ধাক্কায় মোহাম্মদ আবদুল্লাহ (৪৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) রাত ১১টার দিকে উপজেলার গাজীপুর-ইটাখোলা বাইপাস সড়কের কালিহাসি নামকস্থানে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল্লাহ উপজেলার মোক্তারপুর এলাকার মৃত আউয়াল হোসেনের ছেলে। তিনি ধনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

কালীগঞ্জ থানার উপ-পরির্দশক (এসআই) মো. সাইফুল ইসলাম জানান, বাড়ির পাশের একটি ওয়াজ মাহফিল থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন তিনি। এ সময় গাজীপুর-ইটাখোলা সড়কের কালিহাসি নামকস্থানে পিছন থেকে একটি আলুভর্তি ট্রাক ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। এ ব্যাপারে নিহতের পরিবারের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আব্দুর রহমান আরমান/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।