বিজয়ীর কান ছিঁড়ে দিলেন পরাজিত নারী প্রার্থী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মানিকগঞ্জ
প্রকাশিত: ০২:৪০ পিএম, ০৭ জানুয়ারি ২০২২
আহত ইউপি সদস্য হাবেজা বেগম

মানিকগঞ্জের হরিরামপুরে হাবেজা বেগম নামের বিজয়ী এক নারী ইউপি সদস্যের ওপর হামলা করে কান ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

শুক্রবার(৭ জানুয়ারি) সকালে উপজেলার যাত্রাপুর গ্রামে এ ঘটনা ঘটে। তিনি বয়ড়া ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে নব নির্বাচিত হন।

স্থানীয়রা জানান, হেলিকপ্টার প্রতীক নিয়ে বিপুল ভোটে জয়ী হন হাবেজা বেগম। একই এলাকার কলম প্রতীকের প্রার্থী নার্গিস আক্তার তার কাছে পরাজিত হন। সকালে জয়ী প্রার্থী বাড়ির উঠানে দাঁড়িয়ে ছিলেন এসময় পরাজিত প্রার্থী নার্গিস আক্তার তার লোকজন নিয়ে দেশীয় অস্ত্রসহ হামলা করে। এসময় হাবেজা বেগমের কান ছিঁড়ে যায়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

বিজয়ী নারী ইউপি সদস্যের স্বামী রতন প্রামাণিক বলেন, ‘আমার স্ত্রী বাড়ির উঠানে দাঁড়িয়ে ছিলেন। পেছন থেকে পরাজিত প্রার্থী নার্গিস আক্তার ও তার স্বামী রউফ মোল্লাসহ কয়েকজন দেশী অস্ত্র নিয়ে হামলা করে। হামলায় আমার স্ত্রীর কান ছিঁড়ে যায়।’

অভিযুক্ত পরাজিত প্রার্থী নার্গিস আক্তার বলেন, ‘জয়ী প্রার্থীর বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় আমাকে গালিগালাজ করেন। আমার দিকে মারতে আসলে আমি ধাক্কা দেই। পরে গিয়ে কান কেটে গেছে।’

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম বলেন, ‘এ বিষয়ে অভিযোগ পেয়েছি। দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

বি.এম খোরশেদ/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।