যৌতুকের টাকা না পেয়ে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০৩:২৬ পিএম, ০৭ জানুয়ারি ২০২২
ফাইল ছবি

চুয়াডাঙ্গার দামুড়হুদায় যৌতুকের টাকা না পেয়ে সুফিয়া খাতুন (৩২) নামে দুই সন্তানের জননীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে।

শুক্রবার (৭ জানুয়ারি) দুপর সাড়ে ১২টার দিকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। এ সময় তার স্বামী জাকিরুল ইসলামকে আটক করা হয়।

স্থানীয়রা জানান, প্রায় ১৮ বছর আগে জুড়ানপুর গ্রামের মাদরাসাপাড়ার নিজাম উদ্দিনের ছেলে জাকিরুল ইসলামের সঙ্গে একই গ্রামের মসজিদপাড়ার ইসলাম আলীর মেয়ে সুফিয়া খাতুনের বিয়ে হয়। তাদের এক ছেলে ও এক মেয়েও রয়েছে।

বিয়ের পর থেকে বিভিন্ন সময় যৌতুকের দাবি করে আসছিলেন জাকিরুল। কয়েকবার মোটা অঙ্কের টাকা দেওয়ার পরও আরও টাকা দাবি করে আসছিলেন তিনি।

নিহতের বড় ভাই আব্দুর রশিদ বলেন, ‘জাকিরুল যৌতুকের দাবিতে প্রায়ই আমার বোনকে মারধর করতো। ২৮ ডিসেম্বর সুফিয়াকে মারধর করে একটি দাঁত ভেঙে দেয় জাকিরুল। বৃহস্পতিবার রাতে তাকে আবারও মারধর করে সে। রাত আড়াইটার দিকে সুফিয়ার চিকিৎসার জন্য কবিরাজ নিয়ে আসে জাকিরুল। আজ সকালে জানতে পারি আমার বোন মারা গেছে। তার গলায় আঘাতের চিহ্ন রয়েছে। তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।’

এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জাগো নিউজকে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার স্বামীকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।

সালাউদ্দীন কাজল/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।