চিরনিদ্রায় শায়িত গহর জামিল টুকু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ০৪:০২ পিএম, ০৮ জানুয়ারি ২০২২
ইনসেটে অ্যাথলেটিক গহর জামিল টুকু

চিরনিদ্রায় শায়িত হলেন পটুয়াখালীর কৃতী সন্তান গহর জামিল টুকু (৪৪)। শনিবার (৮ জানুয়ারি) দুপুরে জানাজা শেষে মরদেহ পটুয়াখালী মুসলিম কবরস্থানে দাফন করা হয়।

এর আগে বাদ জোহর পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন পটুয়াখালী বড় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আবু সাইদ। জানাজায় স্বজন, আওয়ামী লীগ, বিএনপি এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

শুক্রবার (৭ জানুয়ারি) সকালে চট্টগ্রাম সিটি হাফ ম্যারাথনে অংশ নিয়ে অসুস্থ হয়ে মারা যান পটুয়াখালী প্রেস ক্লাবের সাবেক সভাপতি মরহুম মোয়াজ্জেম হোসেন সুলতান মিয়ার ছোট ছেলে গহর জামিল টুকু।

Tuku1

তিনি স্ত্রী, তিন কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুর খবরে পটুয়াখালীতে শোকের ছায়া নেমে এসেছে।

গহর জামিল টুকু পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের ৯৩তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তিনি পটুয়াখালী সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক এজিএস হিসেবেও দায়িত্ব পালন করেন। সাম্প্রতিক বছরগুলোতে দেশের বিভিন্ন এলাকায় অনুষ্ঠিত ম্যারাথনে অংশ নেন টুকু।

আব্দুস সালাম আরিফ/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।