নৌকা সমর্থকের গরুর চার পা মাথা কেটে নিয়ে গেল দুর্বৃত্তরা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক কলাপাড়া (পটুয়াখালী)
প্রকাশিত: ০৪:৩৫ পিএম, ০৯ জানুয়ারি ২০২২
ভুক্তভোগী কৃষক মনিরুল ইসলাম। পাশে নৃশংস হত্যার শিকার গরুর ছিন্নভিন্ন অংশ

পটুয়াখালীর কলাপাড়ায় মনিরুল ইসলাম নামের এক কৃষকের গরুর চার পা এবং মাথা কেটে নিয়েছে দুর্বত্তরা। ভুক্তভোগীর অভিযোগ, তিনি নৌকার সমর্থক হওয়ার কারণে এ ঘটনা ঘটানো হয়েছে।

শনিবার (৮ জানুয়ারি) দিনগত রাত ১টার দিকে উপজেলার টিয়াখালী ইউপির পশ্চিম রজপাড়া গ্রামে এ নৃশংস ঘটনা ঘটে।

jagonews24

স্থানীয় ও ভুক্তভোগী কৃষক পরিবার সূত্র জানায়, চতুর্থ ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নৌকা প্রতীকের সমর্থন করেছিলেন কৃষক মনিরুল ইসলাম। নির্বাচনে আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জয়ী হওয়ার পর থেকে প্রতিপক্ষরা তাকে বেশ কয়েকবার হুমকি দেন। শনিবার রাতে তিনি বাড়িতে একা ছিলেন। এসময় কয়েকজন দুর্বৃত্ত তার বাড়িতে এসে ঘর থেকে বের হতে বলেন। পরে তিনি ঘর থেকে বের না হলে গোয়ালঘর থেকে একটি গরু বের করে নিয়ে নির্মমভাবে হত্যা করেন তারা।

jagonews24

কৃষক মনিরুল ইসলাম বলেন, ‘গতরাতে আমাকে মারার জন্য আমার বাড়িতে আসে খালেক খান (৬৫), মিজান খান (৪০), রায়হানসহ (২৫) আরও কয়েকজন। তারা এসে আমাকে ডাকাডাকি করে। আমি বাড়িতে একা থাকায় কোনো সাড়া দিইনি। তারা আমার ঘরের বেড়া, দরজা ধরে টানাটানি শুরু করে। তারপরও আমি বাসা থেকে বের না হলে তারা গোয়ালঘর থেকে একটি গরু বের করে নিয়ে যায়। তারা গরুটির পা ও মাথা বিচ্ছিন্ন করে কিছু অংশ নিয়ে গেছে আর কিছু অংশ রেখে গেছে। আমি নৌকার সমর্থক হওয়ার কারণে তারা এ নৃশংস ঘটনা ঘটিয়েছে।’

jagonews24

টিয়াখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মশিউর রহমান শিমু বলেন, আমি নৌকা প্রতীকে নির্বাচন করেছি। কৃষক মনিরুল আমার সমর্থক ছিলেন। এ কারণে স্বতন্ত্র প্রার্থী সুজন মোল্লার সমর্থকরা তার এই সর্বনাশ করেছে। এর আগেও তারা তাকে কয়েকবার হত্যার হুমকি দেয়।’

অভিযোগের বিষয়ে জানতে চাইলে টিয়াখালী ইউনিয়নের চেয়ারম্যান সুজন মোল্লা জাগো নিউজকে বলেন, ‘আমি গত সাতদিন ধরে ব্যক্তিগত কাজে ঢাকায় অবস্থান করছি। ঘটনাটি আজকে ঘটেছে। আমি বিষয়টি শুনেছি। তবে ওই কৃষক যাদের দোষারোপ করছে তারা আমার কর্মী ছিল না। কে নৌকার সমর্থক ছিল আর কে আনারসের সাপোর্টার ছিল, এটা আমি কখনও বিবেচনা করি না। সবাই আমার জনগণ।’

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় ওই কৃষক একটি মামলা করেছেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আসাদুজ্জামান মিরাজ/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।