বসতবাড়িতে আগুনে পুড়লো ২৫ ঘর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৮:২৫ এএম, ১১ জানুয়ারি ২০২২

গাজীপুর মহানগরের ভোগড়া দক্ষিণপাড়া এলাকায় সোমবার রাতে অগ্নিকাণ্ডে শ্রমিক কলোনির ২৫টি ঘর ও ঘরে থাকা মালামাল পুড়ে গেছে। এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়।

জয়দেবপুর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. তাশারফ হোসেন জানান, সোমবার রাত ৮টার দিকে ভোগড়া দক্ষিণ পাড়া এলাকার মো. কাদির মন্ডলের শ্রমিক কলোনিতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে রাত সোয়া ৮টার দিকে জয়দেবপুর ফায়ার স্টেশন থেকে দুইটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে এবং এলাকাবাসীর সহায়তায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভানো হয়।

আগুনে কলোনির ২৫টি ঘর ও ঘরে থাকা মালামাল পুড়ে গেছে। তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং কোনো হতাহতের খবর জানাতে পারেননি তিনি।

বাড়ির মালিক মো. কাদির মন্ডল জানান, ভাড়াটেদের একজন মশা তাড়ানোর জন্য ধুয়া করতে টুকরা কাপড়ে আগুন জ্বালিয়ে ঘরে তালা দিয়ে বাইরে যায়। এর কিছুক্ষণ পরেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে তিনি ধারণা করছেন।

আমিনুল ইসলাম/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।