ইঁদুরের বিষ মেশানো মুড়ি খেয়ে শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৮:২৯ এএম, ১১ জানুয়ারি ২০২২
ফাইল ছবি

গাজীপুরের শ্রীপুরে ইঁদুরের বিষ মাখানো মুড়ি খেয়ে ইয়াসিন মিয়া নামে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (১০ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কাওরাইদ ইউনিয়নের জাহাঙ্গীরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

শিশু মো. ইয়াসিন মিয়া পার্শ্ববর্তী ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নের মো. রিপন মিয়ার ছেলে।

শিশুর নানা মো. শাহাবুদ্দিন বলেন, মেয়ের বিয়ের পর থেকে ইয়াসিনকে নিয়ে আমার বাড়িতে থেকে স্থানীয় একটি কারখানায় শ্রমিকের কাজ করে। সকাল সাতটার দিকে ইয়াসিনকে বাড়িতে রেখে কাজে চলে যায় সে। সন্ধ্যার দিকে ইয়াসিনকে রেখে তার নানি নামাজ পড়তে যায়। এই সুযোগে ঘরে রাখা ইঁদুর মারার বিষ মাখানো মুড়ি খেয়ে ফেলে ইয়াসিন। কিছু সময় পর কান্নাকাটি করলে নামাজে থাকা নানি দৌড়ে এসে ইঁদুর মারার বিষয় মেশানো মুড়ি শিশুটি সামনে দেখতে পায়। তাৎক্ষণিক হাসপাতালে নেওয়ার পথে ইয়াসিন মারা যায়।

শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া বলেন, ইঁদুরের বিষ মাখানো মুড়ি খেয়ে এক শিশুর মৃত্যু সংবাদ পেয়েছি। এ বিষয়ে লিখিত আকারে কেউ কিছু জানায়নি।

আমিনুল ইসলাম/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।