ভৈরবে রেলের জায়গায় গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক ভৈরব (কিশোরগঞ্জ)
প্রকাশিত: ০৩:১৩ পিএম, ১১ জানুয়ারি ২০২২
ভৈরবে রেলের অবৈধ স্থাপনা উচ্ছেদ

কিশোরগঞ্জের ভৈরবে রেলওয়ের জায়গায় গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১১ জানুয়ারি) সকাল ১০টায় এ অভিযান শুরু হয়। ভৈরব পৌর শহরের লক্ষ্মীপুর এলাকায় ভৈরব-ময়মনসিংহ রেল লাইনের পাশে সারাদিন এ অভিযান চলবে।

jagonews24

রেলওয়ের ডিভিশনাল এস্টেট অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.সফি উল্লাহ জানান, ভৈরবের লক্ষ্মীপুর এলাকায় রেললাইনে পাশে ৬০ ফুটের ভেতরে কোনো স্থাপনা গড়ে তোলার নিয়ম নেই। সেই কারণে অবৈধভাবে গড়ে তোলা প্রায় দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চলছে। এ অভিযান বিকেল পর্যন্ত চলবে।

jagonews24

তবে স্থানীয়দের অভিযোগ, যেসব স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে সেখানে কিছু জায়গা রেলওয়ে কর্তৃপক্ষের কাছ থেকে কৃষি জমি হিসেবে লিজ নিয়ে ঘর-বাড়ি নির্মাণ করা হয়েছে। সেগুলোও উচ্ছেদ করা হচ্ছে।

এএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।