ট্রাকের ধাক্কায় ভেঙে গেছে বিদ্যুতের খুঁটি, দুর্ঘটনার আশঙ্কা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ০৪:৪০ পিএম, ১১ জানুয়ারি ২০২২
ট্রাকের ধাক্কায় খুঁটিটির নিচের অংশ ভেঙে গেছে

পটুয়াখালী শহরের পৌরসভার গেটের সামনেই রয়েছে বিদ্যুতের খুঁটি। কয়েকদিন আগে ট্রাকের ধাক্কায় খুঁটিটির নিচের অংশ ভেঙে গেছে। এতে যেকোনো সময় খুঁটিটি সম্পূর্ণ ভেঙে গিয়ে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে।

সরেজমিন গিয়ে দেখা যায়, পটুয়াখালী পৌরসভার দক্ষিণ পাশের গেটের পশ্চিম পাশে বিদ্যুতের খুুঁটিটি অবস্থিত। ট্রাকের ধাক্কায় খুঁটির নিচের অংশে সিমেন্টের গাঁথুনি ভেঙে পড়ে রড বেরিয়ে পড়েছে। যেকোনো সময় এটি ভেঙে পড়তে পারে।

পটুয়াখালী শহরের মুসলিমপাড়ার বাসিন্দা ইমরান বলেন, এর পাশেই লতিফ সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং লতিফ মিউনিসিপ্যাল সেমিনারি রয়েছে। শিক্ষার্থীরা ঝুঁকি নিয়ে খুঁটিটির পাশ দিয়ে চলাচল করছে।

এ বিষয়ে জানতে চাইলে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের প্রকৌশলী মো. আজাদ বলেন, বিষয়ে তারা অবগত আছেন। শনিবার (৮ জানুয়ারি) রাতে ট্রাকের ধাক্কায় এটি ক্ষতিগ্রস্ত হয়েছে। খুব শিগগিরই এটি মেরামত করা হবে।

আব্দুস সালাম আরিফ/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।