ধাওয়ার সময় পুলিশের সঙ্গে গোলাগুলি, ভারতীয় নাগরিকসহ গ্রেফতার ১০

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঠাকুরগাঁও
প্রকাশিত: ০৮:০৯ পিএম, ১১ জানুয়ারি ২০২২
জব্দকৃত অস্ত্র, গুলি ও ইয়াবা

অস্ত্র, গুলি ও ইয়াবা বহনকালে পঞ্চগড় থেকে ভারতীয় নাগরিকসহ ১০ জনকে গ্রেফতার করেছে ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গি থানা পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে তাদের গোলাগুলির ঘটনাও ঘটে।

মঙ্গলবার (১১ জানুয়ারি) বিকেলে আদালতের মাধ্যমে তাদের পঞ্চগড় কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্র জানায়, ভোরে গোপন সংবাদের ভিত্তিতে বালিয়াডাঙ্গির আমজানখোর ইউনিয়নে সীমান্ত এলাকায় অভিযানে যায় পুলিশের একটি দল। এ সময় অপরিচিত একটি মাইক্রোবাস ও পাগলুর (ডিজেলচালিত অটোরিকশা) গতিরোধ করতে গেলে গাড়ি দুটি পালিয়ে যায়। পরে ধাওয়া করে পঞ্চগড়ের আটোয়ারিতে গাড়ি দুটির গতিরোধ করা হয়।

এ সময় মাইক্রোবাস থেকে নেমে কয়েকজন পুলিশের ওপরে গুলিবর্ষণ করে। পুলিশও পাল্টা ছয় রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে। একপর্যায়ে কিছু সঙ্গী পালিয়ে গেলেও একজন ভারতীয় নাগরিকসহ ১০জনকে আটক করা হয়। তাদের সঙ্গে থাকা একটি পিস্তল, দুই রাউন্ড গুলি ও ৩২টি ইয়াবা জব্দ করা হয়।

আটকরা হলেন- ভারতীয় নাগরিক গফুর আলম (২৫), ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলার আমজানখোর ইউপির বাসিন্দা খোরশেদ আলমের ছেলে দেলোয়ার হোসেন (২৮), সলেমান আলির ছেলে আব্দুর রাজ্জাক (২৩), দিপেন পালের ছেলে বিকাশ পাল (৩৫), রফিকুল ইসলামের ছেলে জাকির হোসেন (২৫), কাশেম আলীর ছেলে হজরত আলী (২৭), মৃত শুকুদ্দীর ছেলে মনিরুল ইসলাম (৩২), কারবারু পালের ছেলে বিষ্ণু পাল (২৯), উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের বাসিন্দা সামসুর রহমানের ছেলে নাসিরুল ইসলাম (২৪), মৃত ধন মোহাম্মদের ছেলে পশিরুল ইসলাম (২৮)।

বালিয়াডাঙ্গি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল হক প্রধান জাগো নিউজকে বলেন, পলাতক ৯জন ও আটকদের মধ্যে আটজনের বিরুদ্ধে মাদক, অস্ত্র এবং ভারতীয় নাগরিকের বিরুদ্ধে কন্ট্রোল অফ এন্ট্রির মামলা দিয়ে পঞ্চগড়ের আটোয়ারি থানায় হস্তান্তর করি। পরে ওই থানা থেকে আদালতের মাধ্যমে তাদের পঞ্চগড় কারাগারে পাঠানো হয়।

তানভীর হাসান তানু/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।