জামালপুরে জাতীয় হাঁটা দিবস পালন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জামালপুর
প্রকাশিত: ০৪:৪৮ পিএম, ১২ জানুয়ারি ২০২২

'সুস্থ রাখতে দেহ যন্ত্র হাঁটাই হোক মূলমন্ত্র' এ শ্লোগানে জামালপুরের সরিষাবাড়ীতে ষষ্ঠ বারের মতো জাতীয় হাঁটা দিবস পালিত হয়েছে।

বুধবার (১২ জানুয়ারি) বিকেলে সরিষাবাড়ী প্রেস ক্লাবের সামনে ‘বাংলাদেশ ওয়াকিং ক্লাব’ জামালপুর জেলা শাখার উদ্যোগে দিবসটি পালন করা হয়।

বাংলাদেশ ওয়াকিং ক্লাব জামালপুর জেলা শাখার সভাপতি মোস্তাক আহমেদ মনিরের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা, উপজেলা যুবলীগের সভাপতি এ কে এম আশরাফুল ইসলাম, সরিষাবাড়ী প্রেস ক্লাবের সভাপতি সোলায়মান হোসেন হরেক, সহসভাপতি এম এ রউফ, সাধারণ সম্পাদক ফারুক হোসেন ফিরোজ, যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম কিসমত, কার্যনির্বাহী সদস্য এস এম জুলফিকুর রহমান প্রমুখ।

মো. নাসিম উদ্দিন/এএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।