বগুড়ার ৫ পত্রিকার ডিক্লারেশন বাতিল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৭:১৮ পিএম, ১২ জানুয়ারি ২০২২
বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়

বগুড়া থেকে প্রকাশিত পাঁচটি দৈনিক পত্রিকার ডিক্লারেশন বাতিল করা হয়েছে। চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর পত্রিকাগুলোর ডিক্লারেশন বাতিল করে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছেন।

পত্রিকাগুলো চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরে নিয়মিত মুদ্রণের কপি জমা না দেয়ায় এ ব্যবস্থা নেওয়া হয়।

পত্রিকাগুলো হলো- দৈনিক বাংলাদেশ, দৈনিক মুক্তবার্তা, দৈনিক আজ ও আগামীকাল, দৈনিক বাংলা বুলেটিন ও দৈনিক সকালের আনন্দ।

বগুড়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সালাহ্ উদ্দিন জানান, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর এসব পত্রিকার প্রকাশনা বাতিল করে তদন্ত সাপেক্ষে জেলা প্রশাসককে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করেছেন।

আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।