চার কেজি ওজনের জামাই ভোগের দাম ৬০০ টাকা
চার কেজি ওজনের একটি মিষ্টি। নাম জামাই ভোগ। ৬০০ টাকায় বাহারি এ মিষ্টি কিনে নিচ্ছেন কেউ কেউ। কমতি নেই উৎসুক মানুষেরও।
বুধবার (১২ জানুয়ারি) মাগুরায় শতবর্ষী ঘোড়দৌড় প্রতিযোগিতা উপলক্ষে আয়োজিত মেলায় দেখা মিলে ব্যতিক্রমী এ মিষ্টির।
জামাই ভোগ নামের এ মিষ্টি তৈরি করেছেন ফরিদপুরের বোয়ালমারীর দোকানি শ্রী কৃষ্ণ। মিষ্টিটি তৈরি করে চাঞ্চল্য সৃষ্টি করেছেন তিনি।

স্থানীয়রা জানান, শত বছরের ঐতিহ্য ঘোড়দৌড় প্রতিযোগিতা। প্রতিযোগিতাকে কেন্দ্র করে চলে সপ্তাহব্যাপী মেলা। প্রতি বছরই আশপাশের অন্তত ৬০ গ্রামের মানুষ মেতে ওঠেন উৎসবে। দেশের বিভিন্ন স্থান থেকে ঘোড়া নিয়ে প্রতিযোগিতায় অংশ নেন অনেকে। প্রতিযোগিতায় ১৫টি ঘোড়া অংশ নেন।
মেলায় মৃৎশিল্পীদের তৈরি রকমারি খেলনা, কাঠের তৈরি ফার্নিচার, বাঁশের তৈরি ডালা, কুলা, ঢাকনা, বাহারি মিষ্টি, মাছ, মাংসের দোকানসহ মেয়েদের নানা ধরনের প্রসাধনীর দোকান বসেছে।

স্থানীয় বালিদিয়া ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান মফিজুর রহমান মিনা ঘোড়দৌড় প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
আয়োজক কমিটির সাধারণ সম্পাদক শাহজাহান সর্দার জানান, ১০০ বছর আগ থেকে এ মেলা হয়ে আসছে। প্রতি বছরের মতো এবারও ঘোড়দৌড় প্রতিযোগিতাসহ মেলার আয়োজন করেছি।
আরএইচ/এএসএম