মাদারীপুরে সড়কে প্রাণ গেলো একজনের, বাসে আগুন দিলো জনতা
মাদারীপুর সদর উপজেলায় যাত্রীবাহী বাসচাপায় এক ইজিবাইকচালক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন। এসময় উত্তেজিত জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। এতে সড়কে এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
বুধবার (১২ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার চর গোবিন্দপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহত কামাল ফরাজী (৫০) মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের খোয়াজপুর এলাকার খালেক ফরাজীর ছেলে।
আহতরা হলেন- খোয়াজপুর এলাকার আলামিন (২২), রাকিব (২০), আজিজ (১৯), রিয়াজ (২১), রাসেল (২২)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, খুলনা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী দিদার পরিবহনের একটি বাস মাদারীপুরের সাবেক চর গোবিন্দপুর এলাকায় আসলে পেছন থেকে ইজিবাইককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ইজিবাইকের চালক কামাল ফরাজী মারা যান। এসময় উত্তেজিত জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। পরবর্তীতে মাদারীপুরের ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আহত পাঁচজনের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ফরিদপুর মেডিকেলে পাঠানো হয়েছে।
মাদারীপুর ফারায় সার্ভিসের ওয়্যারহাউজ ইনস্পেক্টর নূর মোহাম্মদ বলেন, খবর পেয়ে আমরা ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মিঞা বলেন, চট্টগ্রামগামী দিদার পরিবহনের বাসটি ইজিবাইকটিকে চাপা দিলে ঘটনাস্থলে একজন মারা যান। বাকিদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
এ কে এম নাসিরুল হক/জেডএইচ/