শার্শায় অস্ত্র-গুলিসহ আটক এক

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক বেনাপোল (যশোর)
প্রকাশিত: ০২:১৭ এএম, ১৬ জানুয়ারি ২০২২
আটক আলমগীর কবির- ছবি জাগো নিউজ

যশোরের শার্শা উপজেলার গোগা বাজার থেকে একটি ওয়ান শুটারগান ও তিন রাউন্ড গুলিসহ আলমগীর কবির (৩৩) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব। আটক আলমগীর গোগা গ্রামের আইয়ুব আলীর ছেলে।

শনিবার (১৫ জানুয়ারি) বিকালে গোগা বাজার এলাকায় অভিযান চালিয়ে আলমগীর কবিরকে আটক করা হয়।

যশোর র‌্যাব-৬ এর কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার নাজিউর রহমান জানান, গোগা বাজারে কতিপয় মাদক ও অস্ত্র ব্যবসায়ী মাদকদ্রব্য ও অস্ত্র ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে বলে খবর পাই। এরপর সেখানে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগান ও তিন রাউন্ড গুলিসহ আলমগীর কবিরকে আটক করা হয়। তিনি অস্ত্র কেনাবেচায় জড়িত বলে জানা গেছে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান জানান, অস্ত্র আইনে মামলা দিয়ে র‌্যাব সদস্যরা আলমগীর কবির নামে একজনকে অস্ত্রসহ সোপর্দ করেছেন।

মো. জামাল হোসেন/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।