বিষধর চন্দ্রবোড়া মেরে পুঁতে রাখলো গ্রামবাসী

ফরিদপুরের চরভদ্রাসনে দেখা মিললো বিষধর সাপ চন্দ্রবোড়ার (রাসেল ভাইপার)। মাষকলাই ক্ষেতে পাওয়া সাপটির দৈর্ঘ্য সাড়ে চার ফুট। বিষধর সাপটি দেখেই এলাকাবাসী পিটিয়ে মেরে ফেলেন এবং মাটিতে পুঁতে রাখেন।
শনিবার (১৫ জানুয়ারি) বিকেলে উপজেলার চর হরিরামপুর ইউনিয়নের আমীন খার ডাঙ্গী গ্রামের সাতশ বিঘারছাম নামক এলাকায় এ ঘটনা ঘটে।
উপজেলার বালিয়াডাঙ্গী গ্রামের বাসিন্দা মো. সরোয়ার সেখ (৪৭) জাগো নিউজকে বলেন, চর হরিরামপুরের শালেপুর গ্রামের হালিম কাজীর কাছে আমার কিছু কৃষি জমি বর্গা দেওয়া রয়েছে। ওই ক্ষেতে চাষ করা পাকা মাষকলাই তুলছিলেন হালিমসহ কয়েকজন কৃষক। এ সময় হালিম কাজী হঠাৎ চন্দ্রবোড়া সাপটি দেখে চিৎকার দিয়ে ওঠেন। পরে অন্য কৃষকরা এগিয়ে এসে সাপটি মেরে মাটিতে পুঁতে রাখেন।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাফিজুর রহমান জাগো নিউজকে বলেন, প্রায় পাঁচ বছর আগে পদ্মা নদীর তীরঘেঁষা উপজেলা চরভদ্রাসনে এ বিষধর চন্দ্রবোড়া সাপের বেশ উপদ্রব ছিল। যদিও আগের মতো এখন আর এ বিষধর সাপের দেখা নেই। আগের তুলনায় চরভদ্রাসনে সাপের উপদ্রব অনেক কমেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই সাপের প্রতিষেধক মজুত রয়েছে।
প্রসঙ্গত, ২০১৬ সালে চরভদ্রাসনে প্রথম চন্দ্রবোড়া সাপের দেখা মেলে। পরে এ সাপ উপজেলাব্যাপী ছড়িয়ে পড়ে। বর্তমানে এর উপদ্রব কমলেও প্রায়ই জনতার হাতে মারা পড়ছে চন্দ্রবোড়া।
এন কে বি নয়ন/এফএ/জেআইএম