বরগুনায় মুক্তিপণে ছাড়া পেলেন ২২ জেলে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরগুনা
প্রকাশিত: ০৬:৫৫ পিএম, ১৭ জানুয়ারি ২০২২
প্রতীকী ছবি

মাছধরার ট্রলারসহ ২৩ জেলেকে অপহরণের দুদিনের মাথায় মুক্তিপণ নিয়ে ২২ জেলেকে ট্রলারসহ ফেরত দিয়েছে জলদস্যুরা। তবে ট্রলারের মাঝি আনোয়ার হোসেনকে সাগরে নিক্ষেপ করেছে দস্যুরা।

সোমবার (১৭ জানুয়ারি) দুপুরে মুক্তিপণ দিয়ে ফিরে আসা ওই ট্রলারের জেলেরা এ তথ্য নিশ্চিত করেছেন।

এরআগে শনিবার (১৫ জানুয়ারি) ভোর রাত ৩টার দিকে গভীর বঙ্গোপসাগরে এফবি সাইফুল ইসলাম-৩ নামের মাছ ধরার একটি ট্রলারসহ ২৩ জেলেকে মুক্তিপণের দাবিতে অপহরণ করে জলদস্যুরা। এ সময় ট্রলারসহ ২৩ জেলেকে মুক্তিপণ হিসেবে পাঁচ লাখ টাকা দাবি করে দস্যুদল।

অপহরণের শিকার ওই ট্রলারের জেলে আবুল কালাম, মো. সবুজ, জাকির, মো. জাহের, বশিরসহ ২২ জেলে ফিরে এসেছে। তবে ট্রলারের মাঝি আনোয়ার হোসেনের জীবন নিয়ে শঙ্কায় রয়েছেন জেলে ও ট্রলার মালিক।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জাগো নিউজকে বলেন, মাহফুজ মিয়ার মালিকানাধীন এফবি সাইফুল-৩ ট্রলার নিয়ে ২৩ জেলে বঙ্গোপসাগরে মাছ শিকার করছিল। শনিবার ভোর রাতে ১০-১২ জনের একটি সশস্ত্র জলদস্যু বাহিনী মুক্তিপণের দাবিতে তাদের অপহরণ করে।

আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।