স্বাস্থ্যবিধি মেনে খেলাধুলা চলবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৭:৫৪ পিএম, ১৭ জানুয়ারি ২০২২
বক্তব্য রাখছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল

স্বাস্থ্যবিধি মেনে যতটুকু সম্ভব দর্শকবিহীন ও কম দল নিয়ে খেলাধুলা চলবে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল।

সোমবার (১৭ জানুয়ারি) বিকেলে গাজীপুরের সালনা নাসির উদ্দিন মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ মাঠে অসহায়দের মাঝে কম্বল বিতরণী অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

spo1

প্রতিমন্ত্রী বলেন, ‘যখন করোনা পরিস্থিতি স্বাভাবিক ছিল তখন দর্শকের উপস্থিতিতে খেলা পরিচালিত হয়েছে। কিন্তু বর্তমানে করোনা পরিস্থিতি অনেকটা বাড়তির দিকে যাচ্ছে। তাই যথাসম্ভব কম সংখ্যক দল নিয়ে সব খেলা পরিচালনা করতে চাই।’

এসময় গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউল্লাহ মণ্ডল, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সঞ্জীব মল্লিক বাবু, আওয়ামী লীগের সদস্য মো. ফজলুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

মো. আমিনুল ইসলাম/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।