শ্রীপুরে মহুয়া এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ও বগি লাইনচ্যুত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০১:০১ পিএম, ২০ জানুয়ারি ২০২২

গাজীপুরের শ্রীপুরের কাওরাইদ রেলস্টেশনে ময়মনসিংহগামী মহুয়া এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ও দুটি বগি লাইনচ্যুত হয়েছে। তাড়াহুড়ো করে নামতে গিয়ে কয়েকজন যাত্রী আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২০জানুয়ারি) ঢাকা থেকে ময়মনসিংহগামী মহুয়া এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের দুটি চাকা ও দুটি বগি লাইনচ্যুত হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর স্টেশন মাস্টার হারুন অর রশিদ।

তিনি জানান, ঢাকা থেকে নেত্রকোনার মোহনগঞ্জগামী মহুয়া এক্সপ্রেস ট্রেনটি বেলা ১১টা ১২মিনিটে শ্রীপুর স্টেশন ত্যাগ করে। ট্রেনটি কাওরাইদ স্টেশনে পৌঁছার আগেই ইঞ্জিন ও দুটি বগি লাইনচ্যুত হয়।

তিনি আরো জানান, কাওরাইদ স্টেশন এলাকায় রেললাইন মেরামতে কাজ চলছিল। মেরামতকরীরা (গ্যাং সদস্যরা) লাইনের নিচে কাঠের সরিয়ে ফেলে। বিষয়টি কাওরাইদ স্টেশন মাস্টারকে অবহিত করেননি তারা। ওদিকে মহুয়া এক্সপ্রেস ট্রেনটিকে দুই নম্বর লাইনে প্রবেশের অনুমতি দেন স্টেশন কর্মরত মাস্টার। পরে ট্রেনটি স্টেশনে প্রবেশের আগেই একটি ইঞ্জিন ও দুটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। এতে তাড়াহুড়ো করে নামতে গিয়ে কয়েকজন সামান্য আহত হয়েছেন।

রেল স্টেশনের এক নম্বর লাইনে রেল চলাচল স্বাভাবিক আছে। বিষয়টি ঊধ্বর্তন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলেও জানান তিনি।

আমিনুল ইসলাম/এফএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।