আকাশে ডানা মেললো সেই শামুকখোল পাখি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৩:২৬ পিএম, ২০ জানুয়ারি ২০২২
শামুকখোল পাখিটিকে সুস্থ করে অবমুক্ত করা হয়েছে

সিরাজগঞ্জের শাহজাদপুরে অসুস্থ সেই শামুকখোল পাখিটিকে সুস্থ করে অবমুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) দুপুরে পাখিটিকে শাহজাদপুর উপজেলার বেলতৈল ইউনিয়নের চরবেতকান্দি বিলে অবমুক্ত করেন দ্য বার্ড সেফটি হাউজের চেয়ারম্যান মামুন বিশ্বাস।

pakhi1

মামুন বিশ্বাস জানান, মঙ্গলবার (১৮ জানুয়ারি) বিকেলে ওই এলাকায় এক ঝাঁক শামুকখোল পাখির মধ্য থেকে দুইটি পাখি নিচে পড়ে যায়। স্থানীয় রাহুল শেখ পাখি দুটি উদ্ধার করে তাকে খবর দেন। একটি পাখি সঙ্গে সঙ্গে মারা যায়।অপর পাখিটি অসুস্থ অবস্থায় তার কাছে হস্তান্তর করা হয়।

pakhi1

অসুস্থ পাখিটিকে প্রাথমিক চিকিৎসা ও খাবার দেওয়া হয়। সুস্থ হলে আজ এটিকে অবমুক্ত করা হয়।

এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।