বড় ভাইকে হত্যার দায়ে ছোট ভাইয়ের ফাঁসি
মানিকগঞ্জে শাইজুদ্দিন নামের এক কৃষক হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড এবং দুজনের এক বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২০ জানুয়ারি) বিকেলে মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক উৎপল ভট্টাচার্য এ রায় দেন।
ফাঁসির দণ্ডপ্রাপ্ত ছাহের উদ্দিন নিহত শাইজুদ্দিনের আপন ছোট ভাই। এ দণ্ডের পাশাপাশি তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
নিহত শাইজুদ্দিন মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল গ্রামের বাসিন্দা।
মামলা সূত্রে জানা যায়, ২০১৩ সালের ১২ জুন সকালে জমি-সংক্রান্ত বিরোধের জেরে শাইজুদ্দিনের ওপর হামলা চালান তার ভাই ও ভাতিজারা। এসময় বল্লমের আঘাতে ঘটনাস্থলেই মারা যান শাইজুদ্দিন।
এ ঘটনায় শাইজুদ্দিনের ছেলে আশিম আলী বাদী হয়ে ১০ জনকে আসামি করে মামলা করেন। দীর্ঘ সাক্ষ্যগ্রহণ শেষে বৃহস্পতিবার বিচারক এ রায় দেন।
রায়ে দলিল উদ্দিন ও সেলিম উদ্দিন নামের দুই আসামিকে এক বছর করে কারাদণ্ড দেন বিচারক।
রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি নিরঞ্জন বসাক এসব তথ্য নিশ্চিত করেছেন।
বি.এম খোরশেদ/এসআর/এমএস