পটুয়াখালীতে পিকনিকের বাস উল্টে আহত ৫

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ০৩:০৬ পিএম, ২১ জানুয়ারি ২০২২

পটুয়াখালীতে পিকনিকের বাস উল্টে পাঁচজন আহত হয়েছেন। শুক্রবার (২১ জানুয়ারি) সকাল ৮টার দিকে প্রস্তাবিত ইপিজেডের পাডুখালী এলাকা এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- আহতরা হলো, বর্ন গ্রাম আতাই কসবা পাবনা এলাকার বাসিন্দা এস এস মরজুদ্দিন, পার্থনা বিশ্বাস, শাহনাজ পারভীন, রমন বিশ্বাস ও মোসা. আফরোজা।

পটুয়াখালী সদর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নজরুল ইসলাম বলেন, পাবনা থেকে কলজ শিক্ষার্থীদের নিয়ে সিলভার লাইনের দুটি বাস কুয়াকাটা যাচ্ছিলো। পথে প্রস্তাবিত ইপিজেডের পাডুখালী এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এসময় বেশ কয়েকজন আহত হন।

আহতদের পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আব্দুস সালাম আরিফ/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।