মিলেমিশে থাকার শপথ ১০ গ্রামবাসীর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৬:৫১ পিএম, ২১ জানুয়ারি ২০২২
শপথ শেষে মোলাকাত করছেন দুজন

অশান্তি না করে মিলেমিশে থাকার শপথ করেছেন ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের ১০ গ্রামবাসী।

শুক্রবার (২১ জানুয়ারি) বিকেলে উপজেলার তেলজুড়ী উচ্চ বিদ্যালয়ের মাঠে এ সংক্রান্ত শান্তিসভা অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়নের তেলজুড়ী, রায়বর, দৈবকনন্দনপুর, নিধিপুর, দুর্গাপুর, বাজিতপুরসহ ১০ গ্রামের সব নেতা, মাতব্বর ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

jagonews24

ফরিদপুর জেলা পরিষদ সদস্য ও শেখর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, বোয়ালমারী থানার পরিদর্শক (তদন্ত) মো. সালাউদ্দন, জাহাঙ্গীর আলম মুকুল, শেখর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রইসুল ইসলাম পলাশ, সৈয়দ সাকির আহমেদ সাকু, জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার ওমর হাফিজ মুক্তি, বীর মুক্তিযোদ্ধা খন্দকার ওলিয়ার রহমান, এসআই মো. হাফিজুর রহমান, সাবেক মেম্বার আব্দুর রহমান, সাবেক মেম্বার ফরহাদ সিকদার, মো. ইলিয়াস মাতুব্বর প্রমুখ।

সভা শেষে উপস্থিত সবাই অঙ্গিকার করেন, আজ থেকে ১০ গ্রামে আর কোনো ঝগড়া, মামলা, কোনো প্রকার অশান্তি থাকবে না। যত মামলা আছে তা তুলে ফেলবো। ১০ গ্রামের মানুষ মামলা-হামলা ছাড়া শান্তিতে বসবাস করবো এবং সবাই মিলেমিশে চলবো।

এন কে বি নয়ন/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।