পটুয়াখালীতে বাসে মিললো সাড়ে ৭ মণ জাটকা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক কলাপাড়া (পটুয়াখালী)
প্রকাশিত: ০৮:০৫ পিএম, ২২ জানুয়ারি ২০২২
জব্দ করা জাটকা অসহায়দের দেওয়া হচ্ছে

পটুয়াখালীর কলাপাড়ায় একটি বাস থেকে ৩০০ কেজি (সাড়ে ৭ মণ) জাটকা ইলিশ জব্দ করেছেন কোস্টগার্ডের সদস্যরা।

শনিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় হাজিপুর শেখ জামাল সেতুর টোল এলাকায় অভিযান চালিয়ে ঢাকাগামী আনান পরিবহনের একটি বাস থেকে জাটকাগুলো জব্দ করা হয়। পরবর্তীতে মাছগুলো স্থানীয় বিভিন্ন এতিমখানা ও দুস্থদের মধ্যে বিতরণ করা হয়।

নিজামপুর কোস্টগার্ড স্টেশন কন্টিজেন্টাল কমান্ডার মো. হুমায়ুন কাজী বলেন, জাটকা নিধনকারীদের কোনোভাবে ছাড় দেওয়া হবে না। আমাদের জাটকা নিধন বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

আসাদুজ্জামান মিরাজ/এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।