ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ফাটল ঢাকতে পলেস্তারা!
অডিও শুনুন
ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পুরাতন ভবনে পলেস্তারা করে ফাটল ঢাকার অভিযোগ উঠেছে।
কিছুদিন আগে ওই ভবনের বেশ কয়েক জায়গায় বড় ধরনের ফাটল দেখা দেয়। এনিয়ে রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক বিরাজ করছিল।
শনিবার (২২ জানুয়ারি) দুপুরে সরেজমিন গিয়ে দেখা যায়, বিষয়টি ধামাচাপা দিতে ফাটলের জায়গায় পলেস্তারা দিয়ে কোনো রকমে ঢেকে দেওয়া হয়েছে।
হাসপাতালের রোগীরা বলছেন, ফাটল জায়গাগুলো ঠিকমতো সংস্কার না করে তড়িঘড়ি করে পলেস্তারা দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। এতে দুর্ঘটনা ঘটনার আশঙ্কা রয়েই গেছে।
এ বিষয়ে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. সাইফুর রহমান জাগো নিউজকে বলেন, ‘ফাটলের বিষয়টি গণপূর্ত অধিদপ্তরকে জানানো হয়েছিল। তারা এভাবে পলেস্তারা করেছে। এ ব্যাপারে আমাদের আর কী করার আছে?’
ফরিদপুর গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী বরুন কুমার বিশ্বাস জাগো নিউজকে বলেন, ‘ভবনের পুরো কাজ এখনো শেষ হয়নি। এটাকে ফাটল বলা যায় না। তারপরও ছোটখাটো যে সমস্যা ছিল ট্রিটমেন্ট করে ঢালাই দেওয়া হয়েছে। এতে কোনো মারাত্মক সমস্যা নেই। কোনো প্রকার ঝুঁকিও নেই।’
এন কে বি নয়ন/এসআর/জেআইএম