চাঁপাইনবাবগঞ্জে মাদক কারবারির যাবজ্জীবন

ফাইল ছবি
চাঁপাইনবাবগঞ্জে শরিফুল ইসলাম (৪৩) নামের এক মাদক কারবারির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও তিনমাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (২৩ জানুয়ারি) বিকেলে অতিরিক্ত জেলা ও দায়রা জজ রবিউল ইসলাম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
শরিফুল চাঁপাইনবাবগঞ্জ পৌর পশ্চিম পাঠানপাড়া এলাকার মোস্তাক হোসেনের ছেলে।
অতিরিক্ত পিপি আঞ্জুমান আরা বলেন, ২০১১ সালের ১৬ মার্চ ১০০ গ্রাম হেরোইনসহ আটক হন শরিফুল। পরে তার নামে মামলা হলে ২০১১ সালের ১৬ এপ্রিল শরিফুলকে একমাত্র অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা। সাক্ষী গ্রহণ, প্রমাণ ও শুনানি শেষে আদালত এ রায় ঘোষণা করেন।
সোহান মাহমুদ/আরএইচ/জেআইএম