করোনায় আক্রান্ত এমপি মোকতাদির চৌধুরী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৮:০৯ পিএম, ২৪ জানুয়ারি ২০২২
র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

সোমবার (২৪ জানুয়ারি) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. একরাম উল্লাহ।

তিনি বলেন, ‘র‍্যাপিড অ্যান্টিজেন টেস্টে তিনি করোনা পজিটিভ হয়েছে। এছাড়াও তার স্ত্রী প্রফেসর ফাহিমা খাতুন ও একমাত্র কন্যা অন্বেষা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।’

এদিকে গত ২৪ ঘণ্টার ব্রাহ্মণবাড়িয়ায় আরও ২৮ জন করোনা পজিটিভ হয়েছেন। এনিয়ে আক্রান্ত সংখ্যা ১২ হাজার ৬৮৪ জনে দাঁড়িয়েছে। সুস্থতার সংখ্যা ১১ হাজার ৮১৬ জন ও মারা গেছেন ১৮১জন।

আবুল হাসনাত মো. রাফি/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।