রামেকে ফের বাড়ছে করোনার সংক্রমণ
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনাই ইউনিটে গত ২৪ ঘণ্টায় মোট ৩১৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ সংখ্যাটি গত কয়েক মাসের ভেতর সবচেয়ে উচ্চ সংখ্যার।
সোমবার (২৫ জানুয়ারি) রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের দৈনিক করোনা প্রতিবেদন থেকে এ তথ্য মিলেছে।
রামেক প্রতিবেদন সূত্রে জানা গেছে, রামেক হাসপাতালের আরটিপিসিআর ল্যাবে ১৭৭ জনের নমুনা পরীক্ষায় ৯৯ জনের করোনা ধরা পড়ে। অপরদিকে মেডিকেল কলেজের ল্যাবে মোট ৪৬৪ জনের নমুনা পরীক্ষায় ২১৪ জনের করোনা ধরা পড়ে। মেডিকেল কলেজের ল্যাবে ৪৬৪ জনের মধ্যে রাজশাহীর ৩৬৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ২০৫ জনের করোনা পজিটিভ রেজাল্ট আসে। অন্যদিকে জয়পুরহাটের ৯৬ জনের নমুনা পরীক্ষা করে ৯ জনের করোনা ধরা পড়ে।
রামেকের দুই ল্যাবে মোট ৩১৩ জন করোনায় আক্রান্ত হন। এর মধ্যে রাজশাহীর ৩০৪ জন। আবার গত ২৪ ঘণ্টায় রামেকে করোনায় মারা গেছেন তিনজন। এর মধ্যে একজন রাজশাহীর ও বাকি দুজন চাপাইনবাবগঞ্জের বাসিন্দা।
এদিকে রামেকের করোনা পর্যালোচনায় শনাক্তের হার ৫৫ দশমিক ৭৮ শতাংশ। এর আগে রাজশাহীতে শনাক্তের হার ছিল ৬০ দশমিক ৪৯ শতাংশ।
প্রতিবেদন সূত্রে আরও জানা গেছে, বর্তমানে মোট ৪৩ জন রোগী করোনা ইউনিটে ভর্তি আছেন। এর মধ্যে করোনা পজিটিভ হয়ে ভর্তি আছেন ২৯ জন, সন্দেজনক রোগীর সংখ্যা ১৩ ও করোনা নেগেটিভ হয়ে ভর্তি আছেন একজন। গত ২৪ ঘণ্টায় চারজন নতুন ভর্তি হয়েছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩ জন।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বলেন, গতদিনের তুলনায় আজ সংক্রমণ হার কম। তবে শনাক্ত হয়েছে বেশি। মূলত যতবেশি টেস্ট হবে, ততবেশি শনাক্ত হবেন। অনেকেই আছেন করোনা উপসর্গ থাকার পরও টেস্ট করছেন না। এসব কারণে করোনা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে।
ফয়সাল আহমেদ/এফএ/জেআইএম