পাবনায় হত্যা মামলায় এক আসামির যাবজ্জীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পাবনা
প্রকাশিত: ০৩:০৫ পিএম, ২৫ জানুয়ারি ২০২২

পাবনার ঈশ্বরদীতে শিশু রহিম হত্যা মামলায় আসামি রাসেলের যাবজ্জীবন কারাদণ্ড ও ১১ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) দুপুরে পাবনার অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক শ্যাম সুন্দর রায় এ রায় দেন। পরে রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি সালমা আক্তার শিলু বিষয়টি নিশ্চিত করেন।

মামলা সূত্রে জানা যায়, ২০১৪ সালের ২৪ ফেব্রুয়ারি ঈশ্বরদী উপজেলার নতুন হাট এলাকায় জগলু শাহের শিশু পুত্র রহিমকে (৭) মানিকনগর এলাকায় একটি লিচু বাগানে ঘাস কাটার কথা বলে ডেকে নিয়ে যায় একই উপজেলার রহিমপুর গ্রামের আসাদুল মেকারের ছেলে রাসেল। সেখানে শিশুটিকে বলাতকারের পর কাচি দিয়ে গলাকেটে হত্যা করে রাসেল। ঘটনার পরদিন (২৫ ফেব্রুয়ারি) নিহত রহিমের বাবা জগলু শাহ বাদী হয়ে ঈশ্বরদী থানায় হত্যা মামলা করেন।

পরে মামলায় আসামি রাসেলকে গ্রেফতার করলে সে দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত আসামি রাসেলকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১১ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেন।

মামলায় আসামি পক্ষে ছিলেন মকবুল আহমেদ।

আমিন ইসলাম জুয়েল/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।