কালীগঞ্জে পরিবার পরিকল্পনা কার্যালয়ের আগুন নিয়ন্ত্রণে

গাজীপুরের কালীগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আগুন নিয়ন্ত্রণে এসেছে।
মঙ্গলবার (২৫ জানুয়ারি) দুপুর পৌনে ১২টা দিকে আগুন লাগে। দুপুর সাড়ে ১২টার দিকে নিয়ন্ত্রণে আনেন উপজেলা ফায়ার সার্ভিস কর্মীরা।
কালীগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের টিম লিডার মো. শামীম ভূঁইয়া জানান, কালীগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের তৃতীয় তলা ভবনের সিঁড়ি কোঠার একটি ঘরে পুরনো বস্তা ও কাগজপত্রে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট পৌনে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুণ নিয়ন্ত্রণে আনে।
তিনি আরও বলেন, ইলেকট্রিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। আগুনে ২০/২৫ হাজার টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
আব্দুর রহমান আরমান/এএইচ/এমএস