অবশেষে শপথ নিলেন ইউপি চেয়ারম্যান আবুল কাশেম

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি খাগড়াছড়ি
প্রকাশিত: ০১:১৪ পিএম, ২৬ জানুয়ারি ২০২২

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার অন্য সকল ইউপি চেয়ারম্যানদের শপথ গ্রহণের প্রায় দেড় মাস পর অবশেষে ২নং তবলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে শপথ নিলেন মো. আবুল কাশেম ভুইয়া।

বুধবার (২৬ জানুয়ারী) সকালে খাগড়াছড়ি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শপথ বাক্য পাঠ করান খাগড়াছড়ির জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস।

মামলার জটিলতা কাটিয়ে গত ১২ জানুয়ারি মো. আবুল কাশেম ভুইয়াকে তবলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, গত বছরের ১১ নভেম্বর তবলছড়ি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী (আনারস প্রতীক) হিসেবে মো. আবুল কাশেম ভুইয়া ৫ হাজার ৩১ ভোট পান। অপরদিকে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী নুর মোহাম্মদ ৫ হাজার ১০ ভোট পান।

এ নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ এনে খাগড়াছড়ির জেলা যুগ্ম জজ আদালতে মামলা করেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নুর মোহাম্মদ। এরপর তবলছড়ি ইউপি নির্বাচনের গেজেট প্রকাশ স্থগিত করেন আদালত।

এ ঘটনায় গত ২৩ ডিসেম্বর মামলাটির স্থগিতাদেশ দেন উচ্চ আদালত। ১২ জানুয়ারি নির্বাচিত চেয়ারম্যান আবুল কাশেম ভুইয়াকে চেয়ারম্যান ও অপর ১২ জন সদস্যের গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন।

মুজিবুর রহমান ভুইয়া/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।