করোনায় আক্রান্ত সাতক্ষীরার ডিসি হুমায়ূন কবির

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০৫:০৬ এএম, ২৭ জানুয়ারি ২০২২
জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ূন কবির

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সাতক্ষীরা জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ হুমায়ূন কবির। বুধবার (২৬ জানুয়ারি) বিকেলে সাতক্ষীরা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় তার করোনা রিপোর্ট পজিটিভ আসে।

সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের করোনা বিষয়ক মুখপাত্র ডা. জয়ন্ত কুমার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ূন কবির বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। তার শারীরিক অবস্থা ভালো রয়েছে। তবে তিনি ওমিক্রনে আক্রান্ত কি না তা এখনই বলা যাবে না। তার একটু জ্বর ছিল। এখন তিনি ভারো আছেন।

আহসানুর রহমান রাজীব/ইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।