সাতক্ষীরায় হরিণের মাংসসহ দুই শিকারি গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০৯:০৯ পিএম, ২৭ জানুয়ারি ২০২২
জব্দকৃত হরিণের মাংসসহ গ্রেফতার দুই শিকারি

সাতক্ষীরার শ্যামনগরে সাত কেজি হরিণের মাংসসহ দুই শিকারিকে গ্রেফতার করেছে কোস্টগার্ড।

বুধবার (২৬ জানুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার সুন্দরবন বাজার এলাকায় থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বড় ভেটখালী গ্রামের মৃত বিনয় মণ্ডলের ছেলে রবীন্দ্র নাথ মণ্ডল (৩৫) ও একই উপজেলার হরিনগর গ্রামের মৃত আফতাব সানার ছেলে মো. আব্দুল মাজেদ সানা (৪৫)।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় কোস্টগার্ড। এক পর্যায়ে সুন্দরবন বাজার এলাকায় অভিযান চালিয়ে একটি মটরসাইকেলসহ রবীন্দ্র মণ্ডল ও মাজেদ সানাকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে সাত কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়। পরে জব্দকৃত হরিণের মাংস, মোটর সাইকেল ও আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য থানায় হস্তান্তর করা হয়।

আহসানুর রহমান রাজীব/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।