মুন্সিগঞ্জে পরিত্যক্ত অবস্থায় ৩০ মণ জাটকা উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সিগঞ্জ
প্রকাশিত: ০৩:৫৯ পিএম, ২৮ জানুয়ারি ২০২২

মুন্সিগঞ্জে পরিত্যক্ত অবস্থায় ৩০ মণ জাটকা উদ্ধার করেছে নৌ পুলিশ।

শুক্রবার (২৮ জানুয়ারি) ভোরে সদর উপজেলার মিরকাদিমের কাঠপট্টি লঞ্চঘাট থেকে এসব জাটকা উদ্ধার করে মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা। যার বাজার মূল্য আনুমানিক চার লাখ ৮০ হাজার টাকা।

মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. লুৎফর রহমান জানান, মিরকাদিম লঞ্চঘাট এলাকায় জাটকা মজুদের খবর পেয়ে ভোরে অভিযান চালালে পরিত্যক্ত অবস্থায় সেগুলো উদ্ধার করা হয়। তবে মাছের সঙ্গে কাউকে পাওয়া যায়নি।

পরে দুপুর ১২টায় মুক্তারপুর পুলিশ ফাঁড়িতে জেলা মৎস্য কর্মকর্তা মো. শামশুল করিমের উপস্থিতিতে স্থানীয় বিভিন্ন এতিমখানা, মাদরাসায় জাটকাগুলো বিতরণ করা হয়।

আরাফাত রায়হান সাকিব/এএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।