পানছড়িতে নদীতে ডুবে প্রাণ গেলো ভাই-বোনসহ তিন শিশুর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি খাগড়াছড়ি
প্রকাশিত: ০৫:৩৭ পিএম, ২৮ জানুয়ারি ২০২২

খাগড়াছড়ির পানছড়ির চেঙ্গী নদীতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৮ জানুয়ারি) দুপুরে পানছড়ি কলেজ গেট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলো, পানছড়ির সত্যধন পাড়ার (কলেজ গেট এলাকার) পুর্ণ সাধন চাকমার মেয়ে পরসা চাকমা (১১) ও ছেলে পিবির চাকমা (২) এবং একই এলাকার সুপন চাকমার মেয়ে ঝরঝরি চাকমা (১২)।

স্থানীয়রা জানান, দুপুরে চেঙ্গী নদীর রাবার ড্যাম এলাকায় পানিতে পড়ে যায় পিবির চাকমা (২)। তাকে উদ্ধার করতে গিয়ে পসরা চাকমা ও ঝরঝরি চাকমাও নদীর পানিতে ডুবে যায়। পরে স্বজনরা তাদের উদ্ধার করে পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

এদিকে ঘটনার পরপরই পানছড়ি উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া আফরোজ ও পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনসারুল করিম সত্যধন পাড়াস্থ পুর্ণ সাধন চাকমা ও সুপন চাকমার বাড়িতে ছুটে যান।

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনসারুল করিম বলেন, ঘটনাটি খুবই মর্মান্তিক।

মুজিবুর রহমান ভুইয়া/এএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।