গাজীপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো দুই মোটরসাইকেল আরোহীর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৪:৪৪ পিএম, ২৯ জানুয়ারি ২০২২
ফাইল ছবি

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শনিবার (২৯ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে মহানগরীর কোনাবাড়ি বাইমাইল এলাকায় এ ঘটনা ঘটে। কোনাবাড়ি থানার এসআই সুলতান মোল্লা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, নেত্রকোনার পূর্বধলা উপজেলার জামুদ গ্রামের আব্দুল গনির ছেলে মো. আব্দুল কাদির (৩২) ও একই গ্রামের মৃত শাহ নেওয়াজ খানের ছেলে মো. কাজল মিয়া (৩৬)। কাজল মিয়া আশুলিয়ার শ্রীপুরের ভলিভদ্র এলাকায় পাঞ্জাবির দোকানে দর্জির কাজ করতো।

এসআই সুলতান মোল্লা জানান, নিহত দুই ব্যক্তি মোটরসাইকেলযোগে কোনাবাড়ি থেকে চান্দনা চৌরাস্তার দিকে যাচ্ছিল। পথে বাইমাইল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি সড়ক বিভাজকের উপর আছড়ে পড়ে। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

তিনি আরও বলেন, অন্য কোনো গাড়ির ধাক্কায় মৃত্যুর আলামত প্রাথমিকভাবে পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মো.আমিনুল ইসলাম/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।