জমি নিয়ে বিরোধে দু’পক্ষের সংঘর্ষ, কৃষক নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জামালপুর
প্রকাশিত: ০৪:১৯ এএম, ৩০ জানুয়ারি ২০২২

জামালপুরের দেওয়ানগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে দু'পক্ষের সংঘর্ষে নবী আলম (৫২) নামে এক কৃষক নিহত হয়েছেন।এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আটজন।

শনিবার (২৯ জানুয়ারি) উপজেলার সানন্দবাড়ী সবুজপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নবী আলম সবুজপাড়া গ্রামের মৃত জুরান আলীর ছেলে।

স্থানীয় সূত্র জানায়, সবুজপাড়া গ্রামের নবী আলমের সঙ্গে একই গ্রামের আকমত আলীর মধ্যে দীর্ঘদিন ধরে সাত শতক জমি নিয়ে বিরোধ চলে আসছিল। ওই জমি আকমত আলী স্থানীয় একজনের কাছে বন্ধক দেন। বন্ধকগ্রহীতা শুক্রবার ওই জমিতে ধান লাগানোর জন্যে হালচাষ করতে গেলে জমি নিজের দাবি বাধা দেন নবী আলম। এ ঘটনাকে কেন্দ্র করে আকমত আলীর লোকজন লাঠিসোটা নিয়ে নবী আলমের ওপর হামলা করে। এতে ঘটনাস্থলেই নবী আলমের মৃত্যু হয়। এছাড়া আহত হন অন্তত আটজন। তারা হলেন- শাহীন, সাইদ, আলিয়া বেগম, নবীরন বেগম, শহীদ আলী, আল আমিন, জমেলা বেগম ও তারা মিয়া।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহব্বত কবীর জাগো নিউজকে বলেন, জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে জামালপুর মর্গে পাঠিয়েছে পুলিশ।

মো. নাসিম উদ্দিন/এমএএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।