মাঠে উড়ে এসে পড়লো বিলুপ্ত প্রজাতির শকুন
কুড়িগ্রামের উলিপুর উপজেলার পশ্চিম কালুডাঙ্গা মধ্যপাড়া গ্রামের মাঠ থেকে একটি বিলুপ্ত প্রজাতির শকুন উদ্ধার করেছে স্থানীয়রা।
রোববার (৩০ জানুয়ারি) সকালে গ্রামের শফিকুর ইসলাম রাজুর বাড়ি সংলগ্ন মাঠ থেকে শকুনটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, রোববার সকালে একটি শকুন উড়ে এসে পড়লে তা স্থানীয়দের নজরে পড়ে। এ সময় এলাকাবাসী শকুনটিকে ধরে শফিকুল ইসলাম রাজুর বাড়ির উঠানে পায়ে দড়ি বেঁধে রাখে। শকুনটির উচ্চতা দুই ফুটের বেশি, দৈর্ঘ্য (পাখা মেলে) ৯ ফুট, ওজন সাড়ে ছয় কেজি। তাদের ধারণা শকুনটি অসুস্থ। তবে দুইটি মুরগির বাচ্চা খেতে দেওয়া হলে শকুনটি তা খেয়ে নেয়।

ওই এলাকার নুরুল ইসলাম ও সফিকুল ইসলাম জানান, প্রায় ২৫-৩০ বছর থেকে শকুন দেখা যায় না। আগে অনেক শকুন দেখা যেত। তখন গরু অসুস্থ হয়ে মারা গেলে খোলা মাঠে বা বাঁশঝাড়ে ফেলে রাখা হত। তখন এই শকুন দলবেঁধে মরা গরু খেতে আসত।
উলিপুর উপজেলা বন বিভাগের কর্মকর্তা ফজলুল হক জানান, উদ্ধার হওয়া শকুনটি আমাদের খোঁজে রয়েছে। সেটি স্থানীয় নুরে আলম নামের এক ব্যক্তির তত্ত্বাবধানে রাখা হয়েছে। সোমবার শকুনটি বন বিভাগের তত্ত্বাবধানে নেওয়া হবে। সুস্থ থাকলে অবমুক্ত করা হবে।
মাসুদ রানা/এফএ/জেআইএম