চাঁদপুরে পাসপোর্ট অফিসের সামনে থেকে ৪ দালাল আটক
চাঁদপুরের আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনের দোকানে বিশেষ অভিযান চালিয়ে পাসপোর্ট দালাল চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়।
সোমবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় র্যাব-১১ এর কুমিল্লা অঞ্চলের কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
এর আগে রোববার (৩০ জানুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল তাদের আটক করে।
আটককৃতরা হলেন, চাঁদপুর শহরের ষোলঘর এলাকার শংকর চক্রবতীর ছেলে অনুরাগ চক্রবর্তী (১৯), ফরিদগঞ্জ উপজেলার নড়াইলচর গ্রামের লোকমান পাটোয়ারির ছেলে মো. মাসুম হাসান (রাজু) (২৫), চাঁদপুর সদর থানার তরপুরচন্ডী গ্রামের মো. ছিটু গাজীর ছেলে মো. মোশাররফ হোসেন (৪২) এবং দক্ষিন তরপুরচন্ডী গ্রামের আব্দুর রহিমের ছেলে আবদুল মান্নান (৫৫)।
অভিযানকালে তাদের কাছ থেকে ১২টি পাসপোর্ট, নগদ সাড়ে ৬২ হাজার টাকা, ১২০টি পাসপোর্টের ব্যক্তিগত ডেলিভারি স্লিপ এবং মোবাইল ফোনসহ বিভিন্ন নথিপত্র জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে গ্রেফতারকৃতরা পাসপোর্ট দালাল চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছে।
র্যাব-১১, সিপিসি-২-কোম্পানি অধিনায়ক মোহাম্মদ সাকিব হোসেন জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। পাসপোর্ট দালাল নির্মূলে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
নজরুল ইসলাম আতিক/এএইচ/জিকেএস