কৃষক সেজে আসামি ধরলো পুলিশ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০৪:৫৯ পিএম, ৩১ জানুয়ারি ২০২২
গ্রেফতার আসামি আনিসুর রহমান

চাঁপাইনবাবগঞ্জে কৃষকের ছদ্মবেশে আনিসুর রহমান (৩০) নামে ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৩১ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের বারোরশিয়া গ্রামের একটি ধানক্ষেত থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আনিসুর সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের বারোরশিয়া এলাকার বাসিন্দা।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোজাফফর হোসেন তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ সূত্র জানায়, দীর্ঘদিন ধরে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন আনিসুর রহমান। তবে তিনি বিদেশে থাকার কারণে পুলিশ তাকে গ্রেফতার করতে পারেনি। এক বছর আগে দেশে ফেরেন। দেশে ফিরে তিনি পালিয়ে বেড়াচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থানের বিষয়টি নিশ্চিত হয় পুলিশ। তাকে ধরতে পুলিশ কৃষকের বেশ ধারণ করে। আজ দুপুরে বোরো ধানের আবাদি জমিতে গিয়ে তাকে গ্রেফতার করা হয়।

ইসলামপুর তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) শফিউল ইসলাম জানান, নির্মল নামের এক সিপাহি ওই আসামিকে গ্রেফতার করতে সক্ষম হন।

সোহান মাহমুদ/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।