গোপালগঞ্জে হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ৬

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গোপালগঞ্জ
প্রকাশিত: ০৫:৫৬ পিএম, ৩১ জানুয়ারি ২০২২

গোপালগঞ্জে হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড ও ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (৩১ জানুয়ারি) দুপুরে জেলার অতিরিক্ত দায়রা জজ আব্বাস উদ্দিন এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- সদর উপজেলার দত্তডাঙ্গা গ্রামের ঝিলু সিকদারের ছেলে ইকবাল সিকদার (৪০) ও সাকায়েত সিকদারের ছেলে সেলিম সিকদার (৪২)।

অপরদিকে যাবজ্জীবনপ্রাপ্তরা হলেন- দত্তডাঙ্গা গ্রামের সাকায়েত সিকদার, মুরছালিন, ইনামুল সিকদার, আজিজুল সিকদার, ওসমান মুন্সী ও নড়াইলের লোহাগাড়া উপজেলার রায়পাশা গ্রামের পলাশ শেখ।

এর মধ্যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ইকবাল সিকদার, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মুরছালিন ও ইনামুল সিকদার পলাতক।

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী শহিদুজ্জামান খান মামলার বরাত দিয়ে জানান, ২০০৬ সালের ২৯ নভেম্বর রাতে মোসলেম সরদার পাশের পিঠাবাড়ি গ্রামে গান শুনতে যান। রাতে বাড়ি ফেরার পথে আসামিরা তাকে হত্যা করে বিলের মধ্যে লুকিয়ে রাখে। তার সঙ্গে থাকা ওসমান সিকদার আহত হয়ে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি হন। পরে ৩ ডিসেম্বর বিলের মধ্য থেকে পুলিশ মোসলেম সরদারের মরদেহ উদ্ধার করে। একই দিন নিহতের ভাই মোহন সরদার বাদী হয়ে মামলা করেন।

পুলিশ তদন্ত শেষ আদালতে চার্জশিট জমা দেন। পরে দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে দুই আসামিকে মৃত্যুদণ্ড ও ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।

মেহেদী হাসান/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।