চড়ুইভাতিতে গায়ে আগুন, ৮ দিন পর শিশুর মৃত্যু

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক শ্রীপুর (গাজীপুর)
প্রকাশিত: ০৭:৪১ পিএম, ৩১ জানুয়ারি ২০২২
শিশু মাকতুমা আক্তার

গাজীপুরের শ্রীপুরেরা সাইটালিয়া গ্রামে চড়ুইভাতি আয়োজনে আগুনে দগ্ধ হয়ে মাকতুমা আক্তার (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (৩১ জানুয়ারি) সকালে ঢাকার শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বাদ মাগরিব জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।

বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন মাকতুমার বাবা তেলিহাটি ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ড সদস্য (নবনির্বাচিত) মনিরুজ্জামান মানিক।

তিনি বলেন, আমার মেয়ে স্থানীয় সাইটেলিয়া দাখিল মাদরাসার তৃতীয় শ্রেণির ছাত্রী। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় ২৩ জানুয়ারি বেলা সাড়ে ১১টার দিকে কয়েক শিশু মিলে বাড়ির লোকজনের আড়ালে চড়ুইভাতির আয়োজন করে। এ সময় অসাবধানতাবশত রান্নার চুলা থেকে আমার মেয়ের শরীরে আগুন লাগে।

মনিরুজ্জামান মানিক আরও বলেন, তাকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দিয়ে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। পরে সেখান থেকে তাকে ঢাকার শেখ হাসিনা বার্ন ইউনিটে রেফার করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে মারা যায় সে। আগুনে তার শরীরের অধিকাংশ পুড়ে যায়।

এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।