জামিন নিতে গিয়ে আদালতের কাঠগড়ায় প্রাণ গেলো আসামির

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৪:৫১ পিএম, ০১ ফেব্রুয়ারি ২০২২
ফাইল ছবি

ফরিদপুরে আদালতের কাঠগড়ায় অসুস্থ হয়ে মো. শাহজাহান মুন্সী (৬৯) নামে এক আসামির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতে এ ঘটনা ঘটে। ওই সময় বিচার কাজ পরিচালনা করছিলেন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. ফরিদউদ্দিন।

আদালত সূত্রে জানা যায়, মৃত শাহজাহান মুন্সী চরভদ্রাসন উপজেলার সদর ইউনিয়নের মৌলভীচর গ্রামের বাসিন্দা। একই এলাকার বাসিন্দা মো. দুলাল মিয়া বাদী হয়ে গত বছরের ৪ অক্টোবর চরভদ্রাসন থানায় শাহজাহান মৃধাসহ চারজনকে আসামি করে একটি প্রতারণার মামলা করেন। ওই মামলায় সমন পেয়ে আদালতে হাজির হয়ে জামিনের আবেদন জানান শাহজাহান মৃধাসহ চার আসামি।

এ মামলায় আসামি পক্ষের আইনজীবী শাহ মো. আবু জাফর জাগো নিউজকে বলেন, জমি বিক্রির টাকা নিয়ে জমি বুঝিয়ে দেওয়া হয়নি মর্মে অভিযোগ করে শাহজাহান মৃধাসহ চারজনকে আসামি করে এ মামলাটি করেন দুলাল মিয়া। ওই মামলায় আদালত থেকে সমন যাওয়ার পর আদালতে হাজির হয়ে শাহজাহান মৃধাসহ ওই চার আসামি জামিনের আবেদন জানান। কাঠগড়ায় শাহজান মিয়া অসুস্থ হওয়ার পর আদালত সব আসামির জামিন মঞ্জুর করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক ঘটনার প্রত্যক্ষদর্শী এক আইনজীবী জাগো নিউজকে বলেন, জামিন শুনানির এক পর্যায়ে কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা শাহজাহান মৃধা অসুস্থ হয়ে পড়ে যান। পরে আদালতের নির্দেশে তাকে আদালত কক্ষের বাইরে নিয়ে আসা হয়। ওই সময় তার মাথা ও চোখে পানির ছিটা দেওয়া হয়। পরে তাকে ফরিদপুর জেনারেল হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়।

এ ব্যাপারে ফরিদপুর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা গনেশ কুমার আগারওয়ালা জাগো নিউজকে বলেন, হাসপাতালে আনার আগেই মারা গেছেন শাহজাহান মৃধা।

এন কে বি নয়ন/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।