ফেনীতে বড় ভাইকে হত্যায় ছোট ভাইয়ের ১০ বছর কারাদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৫:১৪ পিএম, ০১ ফেব্রুয়ারি ২০২২
আসামি নিজাম উদ্দিন (পুলিশের মাঝে)

ফেনীতে নিজ বড় ভাইকে গরম তেলে ঝলসে দিয়ে হত্যা মামলায় ছোট ভাই নিজাম উদ্দিনের (৬০) ১০ বছর সশ্রম কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা জরিমানা করেছেন আদালত।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) ফেনীর জেলা ও দায়রা জজ বেগম জেবুন্নেসা এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্ত আসামি নিজাম উদ্দিন ফেনীর দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নের সাপুয়া গ্রামের নুরুল হকের ছেলে।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৯ সালের ২৬ মার্চ পারিবারিক বিরোধের জেরে দুই ভাই নিজাম উদ্দিন ও জহিরুল হকের মধ্যে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে নিজাম উদ্দিন তার বড় ভাই জহিরুল হকের গায়ে গরম তেল দিয়ে ঝলসে দেন। তাৎক্ষণিকভাবে জহিরুলকে উদ্ধার করে প্রথমে ফেনী জেনারেল হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৩ এপ্রিল মারা যান দগ্ধ জহিরুল হক।

এ ঘটনায় ৪ এপ্রিল দাগনভূঞা থানায় একটি হত্যা মামলা করেন জহিরুল হকের স্ত্রী ফাতেমা। পরে পুলিশ মামলার একমাত্র আসামি নিজাম উদ্দিনকে গ্রেফতার করলে আদালতে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এ মামলায় মোট ১৩ জন সাক্ষ্য দেন। সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় ঘোষণা করেন।

ফেনী আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) হাফেজ আহাম্মদ রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

নুর উল্লাহ কায়সার/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।